মাঝে মাঝে আমি সার্থপর হতে চাই।
সব কিছুই অামার হবে-
হবে বাড়ি সবচেয়ে আধুনিক
অসাধরণ গাড়ি একটা বিলাশ বহুল
একটা স্টেডিয়াম,  রেলগাড়ি
প্রসস্ত রাস্তা যেখানে আমই হাটবো আর কেউ নয়।
বিশাল পাহাড় আর সমুদ্র
টাইটানিক'এর মতো জাহাজ, লালবাগকেল্লা
সম্রাট শাহজাহান'এর তাজমহল
সব চাই চাই সব কিছুই ।।
দেশের সবচাইয়ে বড় শিল্পপতি
লক্ষ লক্ষ শ্রমিক থাকবে আমার যাদের শোষক হবো
আমার সব চাই সব।।


না এসবের আমি কিছুই লাগবে না
কোন কিছুই দিতে হবে না।।


তবে আজ আমি স্বার্থপর  একটি মাত্র কারণে
তা শুধু তোমার জন্য, শুধুই তোমার জন্য প্রিয়তমা।।