উৎসর্গ : অনামিকা শ্রাবণী'কে


আজ অনেকদিন পর বৃষ্টি এসে আমায় ভিজিয়ে দিলো
একা পথে বেড়িয়ে ছিলাম
দুষ্টু  আর সময় পেলো না আসবার..!
আমি হাটছি একা পথে
দুষ্টু  বৃষ্টি ভিজিয়ে যাচ্ছে অবিরত ।


ফিরে এলো ফেলে আসা দিন
মনে পরে সেই দিনগুলোর কথা
ভালোই কেটে যাচ্ছিল-
জীবন -আমি-আর সংসার....!
বৃষ্টি কেন এলো আজ এই সময়ে ?
আমাকেও ভেজালো..
বৃষ্টির জলে ছুঁয়ে যাওয়া মনে
আমি একা
যদিও বৃষ্টি এখন সবচেয়ে কাছে
হয়তো আপনজন।


বৃষ্টির কোন স্বার্থপরতা নেই
যা আছে শুধুই বিলিয়ে দেয়
আমাকে, আমাদের -
ফসলী মাঠ, তৃষ্ণার্ত শরীর
আর প্রখর রোদে পুড়ে যাওয়া চারদিক
বৃষ্টিই তখন দেয় শুধুই প্রশান্তি।


আজ কোন স্বপ্নে সাজে মন আমার
তাহলে বৃষ্টি কী এনে দিলো নতুন স্বপ্নের
না না রঙের....!