অরিন্দম :
সুনন্দিতা আমি আর কবিতা লিখবো না
লিখবো না আর কাউকে নিয়েই !
চলে যাব অনেক দূরে
অনেক দূরে লোকালয় থেকেও
যাবো তোমার কাছ থেকেও দূরে অনেক দূরে...!
যদি কোনদিন বৃষ্টি হয়ে আসো
তখন না হয় একটু ভিজিয়ে দিয়ে যেও...।


সুনন্দিতা :
অরিন্দম কোথায় আর যাবে তুমি
কেনইবা লোকালয় থেকে অনেক দূরে চলেই যাবে ?
বৃষ্টির কথা বলছো
আমি বৃষ্টি হয়ে রোজই তো তোমাকেই ভেজাই...।
কেন চলে যাবে
তোমাকে যেতে দিলে তো ...।
আমরা ছিলাম, আমরা আছি
যতদিন বেঁচে আছি..।