বিশ্বাস কর সুনন্দিতা  
তুমি এলে বলেই বৃষ্টি এলো
কদিন থেকে বৃষ্টির দেখা পাচ্ছিলাম না
পূড়ে যাচ্ছিল মন, শরীর, ফসলি জমি-মাঠ
মনে হচ্ছিল এটা চৈত্রমাস
চারদিক পূড়ে যাওয়া কোন সময়
আমি আমরা সবাই মাঝে মাঝে -
আকাশের দিকে তাঁকিয়ে দেখেছি
যদি বৃষ্টি আসে ? যদি ভিজিয়ে দেয় সব
প্রশান্তির কামনায় !
আজকাল প্রকৃতি বিরূপ  আচারণ করছে
মনে হয় আমরা ওর প্রতিপক্ষ
সত্যিতো আমরা ওর প্রতিপক্ষ
একে একে ধ্বংস করছি প্রকৃতির অপরুপ সৃষ্টিকে
মানবতা এই শব্দটিকে বিক্রি করেছি পণ্যের মতো
আর স্বাধীনতার কথা বলো
সেটাতো পরাধীনতার শিকলে বন্দি।


অসমাপ্ত...!!