গতকাল শেষরাতে স্বপ্ন এসেছিলো অনেকদিন পর!
আমাকে প্রশ্ন করলো স্বপ্নটা!
বললো কেমন আছো?
আমি বললাম আছি ভালোই। আর কিছু বলবার আগেই
স্বপ্ন বললো তোমরা মানুষরা কী পেছনের দিকে ফিরে যাচ্ছো?
আমি স্বপ্নকে উল্টো প্রশ্ন করে বসলাম
হঠাৎ কেন এরকম প্রশ্ন করছো?
স্বপ্ন বললো তোমরা মানুষরা অতিআধুনিকতার নামে
অন্ধত্ব বরণ করছো কিংবা বধির হয়ে যাচ্ছো ;
আমিতো অবাক! কি বলে স্বপ্নটা?
স্বপ্ন বলেই যাচ্ছে আর আমি মন্ত্রের মতো শুনেই যাচ্ছি।
স্বপ্ন বলছে :
তোমরা মানুষরা সবসময় নিজেকে জাহির করবার চেস্টা করো
আর নিজেরা কিছুই করবে না ঠিক সেই কাজটা কাউকে করতে দিবেও না;
দুলাইন বইয়ের পাতা পড়ে একশটি বই পড়ার জ্ঞান দেখাও
ভাবখানা যেন মহা জ্ঞানী...!
কখনো কখনো সেটাই বিক্রি কর অনেক চড়া দামে।


আমার যখন ঘুম ভাঙলো তখনো ভোর হয়নি সূর্য আকাশে উঠেনি!
আর আমি শেষরাত থেকে এখনও স্বপ্নের সেই কথাগুলোর ভেবেই চলেছি।।
০৯.০৬.২০১৬
বিকেল ৩ টা ০৫ মি:
লালমনিরহাট