সুনন্দিতা :
অরিন্দম আষাঢ় এলো কদম ফুলেরগন্ধ নিয়ে কি দারুণ অনুভবের সৃষ্টি নিয়ে।
মনের লুকানো সব গন্ধ পাগল করছে অনাবিল ভালোলাগায়।
আমিতো মুগ্ধ হয়ে তার সাথে তোমাকেইই বড় বেশি অনুভব করছি। আর ভাবছি যদি তুমি আমার পাশে থাকতে অসাধারণ সময়গুলো দুজনে মিলে কাটাতাম!
কি বলো ঠিক তাইনা? সাথে বৃষ্টিজলে স্নান আর বলতেই পাচ্ছিনা।।


অরিন্দম :
সুনন্দিতা তুমিতো কোলকাতা আর আমি প্রিয় বাংলাদেশ।
দুজনে দুইপ্রান্ত কি দারুন! আমারও ভাবতেই একধরণের অনুভুতি কাজ করে হৃদয়ে মনে আর শরীরে!
কবিগুরুর গান যদি এখন গাইতে দারুন সময় উপভোগ করতুম দুজনে।।
" বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান"
সুনন্দিতা দূড়ে থেকেও যে কাছে আসা যায় সে এখন খুব ভালো করেই অনুভব করছি।।


১৬.০৬.২০১৬
লালমনিরহাট