চোরায় করে চুরি
হাতে পড়ে দড়ি।
চোরা বলে মাফ চাই
চুরি কামে আর নাই।


সবাই বলে আচ্ছা তবে যা
কিন্তু রাখিস খেয়াল
আবার যদি করিস চুরি
বদলে যাবে হাল।


ছারা পেয়ে চোরা ভাবে
জীবন বাঁচা ফরজ!
বেঁচে থাকলে চুরিই করবো
করবোনাতো করজ।


সুযোগ বুঝে আবার চোরা
নামে চুরির কামে
ধরা খেয়ে এবার চোরা
ভাসে রক্ত- ঘামে।


বিষম ধোলাই খাওয়ে শেষে
চোরা পটল তোলে
এ অন্যায় কে করেছে?
আইনেইর চোখে খোলে।


চোরায় শরীর চিতায় জ্বলে
পুলিশ দেখায় খেলা!
ভয়ে মানুষ পালিয়ে বেড়ায়
চলে বানিজ্য মেলা!