বসে শুয়ে থাকাকে যদি স্বপ্ন বলে,
বিবেগ যদি বন্দি থাকে অন্ধকারে
অন্ধকারে লুকিয়ে থাকা যদি আলোময় মানুষ বলে
তবে থাকো না!
ক্ষতি নেই তুমি থাকবে তোমার মতো কার কি ক্ষতি হবে বলতে পারো?
অন্যের কাধে হাত রেখে চলা বলে!
তাহলে আর কোন   সৃজন আর নিজ পায়ে কাটবে না..।
তোমাকে হাটতে হবে তোমারি পায়ে অন্যের কাধে ভরে নয়।
ভুলে গেলে চলবে কি করে
মাটি তোমাকে হাটি-হাটি পাপা করে হাটা  
চলবে...