শুভময় অনুভুতি আজ প্রিয়তমা
বছরের তিনশত চৌষট্টি দিন আমি অপেক্ষায় থাকি শুধু তোমার শুভময় দিনের জন্য!
অপেক্ষা স্বপ্ন এবং আগামীর পথের দিকনির্দেশনা বাতিয়ে দেয়
আমি স্বপ্ন দেখি দিনবদলের গানে
বিশ্বাসে চেতনায়
আর নতুন কোন বিপ্লবের।
তুমিইতো বলো বিপ্লব আসছে..  বিপ্লব আসবেই
আমি সেইদিনেরও অপেক্ষায় আছি।
তুমিইতো বলেছিলে স্বপ্নময় দিন কিংবা আমাদের হবে
সব কৃষক তার প্রিয় ফসলি জমিতে সোনালী ফসলেভরিয়ে দিবে
আর কোন কৃষাণি মুখগোমড়া করে থাকবে না
থাকবে হাসিমাখা অনুভবে পাশে কৃষকের।
আজ সেই দিন মানে যদি হত!  
হবে বলেই বিশ্বাসে বাঁধি  সুখের ঘর
এটাই আমাদের...