কতগুলো বসন্ত পেরিয়ে গেলো আজ কি নতুন করে হিসেব করি
ফেলে আসা দিন অন্যরকম
দিন যায় যায় মাস আর আমি ধাবিত হই চিরন্তনের দিকে
যেখানে যেতে হবে অবধারিত নিয়মে।
এই জীবন এই হাসিমাখা অনুভুতি আনন্দ বেদনাময় দিন পার করে
তবুও এগুতে
কিংবা হেঁটে হেঁটে পারি দেই জীবন নদী
কোথাও জল একটু কোথাও অথৈ  
জানি এভাবেইই যেতে হয়...।
আমার অনুভুতি আজ তোমাদের মতোই
আমার স্বপ্নও ঠিক তাই
জীবন জয় করে সাম্যের গানে সুর আনতে এখনো জেগে থাকি সুপূর্ণিমায়
মধ্যরাতে জাগিয়ে রাখে প্রিয়তমা
স্বপ্ন দেখি রুপালী রাতে যদি তোমাদের দেখা পাই
যদি ফিরে আসি আবার বৃষ্টিস্নাত দিনে তোমার কাছে
ফিরিয়ে দেবে তুমি যা নিয়েছিলে!
কুয়াশা ঘেরা কোন দুপুরবেলা রোদে দুজন বসে কাটিয়ে দেই সমস্ত সময়?
জন্মদিনের উৎসবে তুমি আমি আমরা আনন্দ হাসিগানে চল জয় করি সুন্দর আগামী।