পূর্ণিমা রাতে রুপালি চাঁদটাকে পাপি ভেবে হয়তো জেগে থাক অমাবস্যায়।
কেন তুমি আমায় দূরে রাখতে চেয়েছিলে?
তুমিইতো বলেছিলে তোমার চাওয়া পাওয়া শুধু আমাকে নিয়ে...।
তোমার কি মনে নেই
আমাদের সেই দিনগূলোর কথা?
বিশ্বাসে বেঁধেছিলাম তোমার সমস্ত চাওয়া
সে স্মৃতি আমি আজও বন্দি করে রেখেছি
যদি ফিরে আসো কোনদিন
দেখবে তোমারি আছি বিশ্বাসে আর অবিরত ভালোবাসায়।
তুমিইতো বলেছিলে
আমারি আছো থাকবে অনন্তকাল আর অমর কবিতা হয়ে থাকবে
কিংবা শ্রেঠ কবিতা হয়ে যাবে!
আজ হয়তো তোমার মনে নেই!
সব শেষ চিঠিতে লিখেছিলে -
তুমি নাকি আমার পায়ের আওয়াজ শুনতে পাও
অকস্মাৎ ছুটে বৃষ্টির মাঝে
আজ হয়তো তোমার মনে নেই প্রাণপ্রিয় সখি।
অথচ তুমি আমাকে স্পর্শ করেছো
হৃদয়ে মনে আর শরীরে
বাসর রাতের ভাবনায় ;
আমি আছি আগের মতোই পরিবর্তনহীন ঠিক আগের মতোই।
হিসেব করিনি আগেও আর না হয় নাইবা করলাম চাওয়া পাওয়ার হিসেব
সময়কে কাছে পেতে আমিও তৈরি তোমার সময়ে প্রিয়তমা।


পি.কে.বিক্রম


১০.০৬.১৯৯৯


লালমনিরহাট