না এখনো ভয় পাবার কারণ আছে বলে বিশ্বাস করিনা!
আছি মহাসুখে বলতে পার মহানন্দে
কেউ আছে বা নেই তবুও চলে যায় দিন মাস এমনকি বছর।
সবাই আছে নিজেকে নিয়ে হয়তো আমি ছাড়া
জীবনের সবটুকু চাওয়া পাওয়ার কথা ভাবিনি! আছি হয়তো বেঁচে
জীবনের নিয়মে
বাঁচতে হবে তাই বেঁচে আছি। তুমি আছো আগের মত যা ছিলে তুমি
আমাকে নিয়ে ভয় পাবার কারণ আছে বলে বিশ্বাস করিনা  
আমি আছি জীবনের সংগ্রামে
থাকতে হয় তাই হয়তো আছি।
অন্ধকার ঘরে আমি আছি ভালোইতো, প্রিয় সিগারেট ব্যাথা নাশক টেবলেট আর সেই টেলিভিশন!
মা আমাকে বলতে গেলে প্রতিদিন বকতেন, আর বলতেন তুই কি সারাদিনমান টিভি নিয়েই থাকবি
খেলা খেলা করে কতদিন থাকবি বড় খোকা?
মায়ের কথাগুলো খুব মনে পড়ছিল
মা আছে বলেই আমি এগুতে পেরেছি লিখছি কবিতা কিংবা প্রবন্ধ নাটক।
আজ মা'কে খুবই মনে পরছিল
আমি অসুস্থ হলে মা শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকে সেটা আজও।