সুনন্দিতা তোমাকে এসব কথা বলে
লাভ নেই জানি
তোমার যা বলবার তুমি বলেছো এবং দেখিয়ে দিয়েছো।
আর যাই হোক এভাবে সব হতে পারে না!
সব কিছু তোমার মত করে হবে
সেটা ভাববার কারণ আছে বলে মনে করছিনা।
যাও যত দূরে যেতে চাও চলে যাও;
আমি আর কোন স্বপ্নে তোমাকে সাজাবো না,
দেখবো না আর নতুন কোন স্বপ্ন!
আছি ভালোই ছিলাম আগের মতোই!
জীবন জয়ে তোমাকে ডাকবো না। ডাকবো না কোন সুখময় অনুভুতিতে...
লোকালয় থেকে অনেক দূরে ভাবছি চলে যাব।
তুমি হয়তো খুঁজেই পাবেনা।
মিথ্যে আশায় যে স্বপ্নের বীজ বপণ করেছিলাম
তার জন্য আমিই ধুঁকছি ধুঁকে ধুঁকে...