তোমাকে জয় করে
পরম আনন্দে গাঁও গেরামের মানুষ
প্রান্তিক কোন কৃষক ভেবে
আনন্দ জড়িয়ে
জীবনানন্দ মনে সুখময় বাতাস
জয় করছে সব বাধা আসে সুপূর্ণিমা
জড়িয়ে আলো অবগাহনে।
স্নানঘাটে কিশোরী লাজুক হাসিতে অনন্যা প্রেমিকাবেশে
চাঁদ শুধু চাঁদ নয়
খেলে যায় খেলা
এ যেন আজ ললনার
পায়ে লাল আলতায় নুপুরের শব্দ;
এযে প্রেমময়ী লাবণ্য সুরে
ভেসে ভেড়ায় তারারা আকাশে-
আজ নিশ্চয়ই গাঁও গেরামের রাখাল বালক হয়ে যায় প্রেমিক পুরুষ।