(প্রিয় অনামিকা দাসকে নিবেদিত)


নীলাঞ্জনা
সব মিছে মনে হয় যদি তুমিই
পাশে না থাকো, এই ঘর এই
সংসার যেন বানের জলে
ভাসিয়ে নিয়ে গেছে সব
পরে আছে শুধু পরিত্যক্ত
একটা কিছু।


নীলাঞ্জনা
এই ভাঙা ঘরে আর আলো
আসেনা ফিকে হয়ে গেছে
সব যেন অমানিশা ঘিরে
আছে চারপাশ, শুধু তুমি
নেই বলে কালবৈশাখী ঝড়
লণ্ডভণ্ড করেছে প্রতিমুহূর্ত
মন রক্তাক্ত হয় হৃদয়।


নীলাঞ্জনা
তুমি নেই এখন আর
কবিতারা আসেনা কলমে
কবি মনও যে উদাসী লেখা
হয়না কবিতা, শুধু তুমি নেই
তাই বিরহী বাতাস আসে
করে উদাসীন, তুমি নেই তাই
কিছু সব মিছে মনে হয়।