গতরাতে স্বপ্নে এসেছিলো প্রিয়তম পিতা
আমি সে স্বপ্নে বিভোর হয়ে প্রশান্তির ঘুমে আচ্ছন্ন হই!
পিতা আসে বসে আমার পাশে, আর বলে :
খোকা তোর কী অনেক কষ্টরে??
সংসার নামক যন্ত্রটা চাপিয়ে দিয়ে আমিতো চলে এসেছি পরপারে....!
আমি জানিরে বড় খোকা
সংসার হলো একটি সমুদ্র আর সেই সমুদ্র যদি শক্ত হাতে পাড়ি দেয়া না যায় তখনতো ঝড় উঠে লণ্ডভণ্ড করে দেয় সাজানো বাগানের মতো সংসার।
তোর কোন ভয় পাবার কারণ নেইরে খোকা
আমি আছি ছায়ার মতো তোরই পাশে, ঠিক যেন বটবৃক্ষ...
থাকবি দুধে ভাতে।
বাবা অনবরত বলেই যাচ্ছেন
আর আমি মন্ত্রের মতো শুনেই যাচ্ছি
শুনেই যাচ্ছি। ।
শেষ রাতে যখন আমার ঘুম ভেঙ্গে গেলো
আমি বিছানায় উঠে বসি
আমার দুচোখ দিয়ে ঝরছে জল
আমি চারপাশ ভালো করে তাঁকিয় দেখি কোথাও বাবা নেই!!
বাবার কথাগুলো শুধুই চিন্তা করছি আর ভাবছি পিতা বলেই কী এই কথা।
সত্যিই-তো পিতা যেন বটবৃক্ষ
শুধু বিলিয়ে দেয় সব
রাখতে ভালো প্রিয় সন্তান। ।