কতটা কষ্ট দিলে সুখি হতে পারো কতটা দূরে তৈরি করতে পারো দূরত্বের দেয়াল! এই দেয়াল কি তবে বিশাল?
অসীম প্রেম বুকের ভেতর যা কি তুমি দেখতে পেয়েছিলে কখন;
কতটা কষ্ট দিলে তুমি সুখি হতে পারো আবেগ জড়ানো দৃষ্টিতে তুমি কি দেখেছিলে তাকে? যে তোমার অপেক্ষায় ছিল আকাশ অসীমতায় খুঁজে দেখেছিলে।
স্বপ্ন এবং বাস্তবতায় নিজেকে আবিষ্কার করেছিলে কোন পূর্ণিমারাতে জড়িয়ে প্রেমময় প্রেমিক পুরুষের, যে তোমায় ভালোবেসে জয় করতে চেয়েছিল কবিতাকে খুঁজে পেয়েছিল তোমারই প্রতিচ্ছবি।