একটা শূণ্যতা কতটুকু পোড়ায়
পুড়ে যে জ্বলে শেষ হয় একটু
একটু করে জ্বালিয়ে দেয় যে
আগুন তাকে কি বলো তুমি,
শূণ্যতা বড়োই কষ্টের সেইই
বুঝে যে প্রতিমুহূর্তে পুড়ে
শেষ হয়।


মন পুড়ে গেলে
পুড়ে যায় সব থাকে শুধু
অস্তিত্বহীন মানুষ,
এই শূণ্যতা এই অপ্রাপ্তি শূণ্য
মানুষ তাকে যে শূণ্যতা গিলে
খায়,
কষ্টের আগুনে পুড়ে মানুষ
শেষ হয় তার অস্তিত্ব।