নীলাঞ্জনা
চলে যাচ্ছো কতটা দূরে গেলে সুখি হতে পারো ভেবে দেখেছো, দূরে গেলে কি ভুলে থাকা যায়? যদি বলি দূরে গেলেই বৃদ্ধি পায় প্রগাঢ় ভালবাসা, ভালবাসা ভুলে যাওয়া যায়না শেষ হয়না ফুরায়না প্রেমতো অবিনাশী যা কোন দিন শেষ হয়না।


নীলাঞ্জনা
কতটা দূরে গেলে তুমি সুখি হতে পারো কতটা দূরে গেলে তৈরি করতে পারো দূরত্বের দেয়াল? নদী যেমন মিশতে চায় সাগরের মোহনায় তেমনি ভালবাসাও মিশে থাকে মনে আত্মায় যেখানে কোন কিছুতেই তা ভুলে যাওয়া কিংবা দূরে গেলেও সেটি রয়ে যায়।


নীলাঞ্জনা
শ্বাশত সুন্দরে যে প্রেম মনের গহিনে সৃষ্টি হয় তাই দুটি মনের মাধুরী মেশানো উচ্চারণ হলো ভালবাসা তাকে কি করে ভুলে যাওয়া যায়? প্রশ্ন জন্ম হয় মনের ভেতরে কিন্তু উত্তর দিয়ে দেয় প্রেম এবং দুজনার অনুভূতি, তুমিতো জাগিয়েছো প্রেম যা তোমাকে ঘিরে জন্ম হয়েছে তবে দূরে চলে গিয়ে লাভ কি বলো