রাত যতই হয় গভীর একটা স্বপ্ন
দেখে
একটি স্বপ্নের পথে এগিয়ে যায় মন
স্বপ্ন এবং বাস্তবতার
যদিও জানি আমাকে অতীত ভেবে
সাজিয়ে রেখেছো সব কষ্টের মালা
তবুও তুমি অবিনাশী হে দেবী
হে নীলাঞ্জনা;
স্বপ্ন দেখে নিদারুণ কষ্ট ভুলে আসে
দিন শুভদিন হয়ে!
তোমার মুখশ্রী ভেসে আসে সমস্ত
দুঃখ আনন্দ বেদনা কিংবা জীবন
জয়ের গান গেয়ে।
স্বপ্ন আছে বলেই স্বপ্ন আসে
এখানে তুমিও এসেছিলে
স্বপ্ন আছে বলেই বিশ্বাস করে
এগিয়ে যায় মন সাহসী মানুষ
তোমার নীলাভ আলোয় এখনো
জেগে থাকে সেই কবি সেই মানুষ
রাতজাগা পাখির মতো।
পরাজয় যেখানে মেনে নিয়েছি
জয় কখনো আসবে সেও আর ভাবিনা।