তোমার সুখময় বসন্ত আসুক প্রতিটি দিন
ছুঁয়ে দিক অনন্ত বিশ্বাসে, তুমি ভালো থেকো।
আসুক শুভমুহুর্ত বসন্ত বিলাসে
যখন তোমার বসন্ত শুরু হল কিন্তু আমার জীবন থেকে চলে গেল একটি একটি আঠারটি বছর
তবুও আমি তোমার জন্য প্রার্থনা সাজাই অনন্ত বিশ্বাসে
ভালো থেকো তুমি।
প্রিয় সুপূর্ণিমা
মনে আছে আমাদের দিনগুলোর কথা?
মাধবকুণ্ড ঝর্ণার জলে স্নানে অবিরত তুমি আর আমি কিংবা প্রিয় শহিদ মিনারে কবিতা আর গানে আনন্দঘন মুহূর্ত; সব ভুলে থাকা কি করে যায়
আজও আমি বুঝে উঠতে পারিনি প্রিয়তমা।
কি করে ভুলে যাই তোমার সেই প্রিয় শহর;
চা বাগানের বিশাল অট্টালিকা
মন্দির, মসজিদ সেই শাপলাবাগের হোস্টেল
এমসি কলেজ ক্যাম্পাস স্মৃতিময় সেই দিনগুলো
সব কি ভুলে থাকা যায়?
তোমার উদ্দেশ্যে ছুঁটে যেতে কতনা তৈরী ছিলাম
আমার প্রিয়তম পিতা তখন মৃত্যুশয্যায় তিনি আর আমার পাশে নেই
চলে গেছেন "পরপারে"
না ফেরার দেশে।
আমি জানি তুমি অনেক ভাল আছো
বসন্ত বাতাস তোমায় সুখময় অনুভুতির স্পর্শে রেখেছে
তাই আমি প্রার্থনা সাজাই তোমার জন্য পূর্ণ্যাথী হয়ে।
ইলোরা আজও আমি বসন্ত খুঁজি
শুধুই তোমার মতো করে
খুঁজছি সুখময় অনুভূতি
পিতার দেয়া দায়িত্ব
কাঁধেচাপিয়ে
শুধু নিজের জন্য নয়!
সবার জন্য
যদি একটু সুখময় বাতাস দোলা দিতে পারি নিজের নেয়া দায়িত্বের-
এখনো অবিরত থাকছি রাতজাগা পাখির মতো।