সময় ও সমাবেশের ঘুর্ণিপাকে তলিয়ে যাই আমি রোজ একটু একটু করে
মাটির দেয়াল, মাটির ছাদ আমাকে দেয় শীতল ওম
পূর্বের জানালা খুললেই ইতস্তত সব কবিতার শব্দরা ঢুকে পড়ে আমার ঘরে
আমি অনাকাঙ্ক্ষিত হতে হতে ঠিক হয়ে যাই গুম
সুখ খুঁজতে থাকি বেলা পড়ে এলে মুখ ডুবিয়ে  অন্ধকারে
কেউ জিজ্ঞাসা করেনি আমি আজ কোথাও নেই কেনো
আমিও জিজ্ঞাসা করিনি কাউকে সবাই এত স্বার্থপর কেনো
হৃদয়ের জমানো গল্প তারা শুনবেনা এখন খোলা আকাশের নিচে আর গল্প করা যায়না
তাই হৃদয়ে পৌঁছাতে গেলে আগে একটা ঘর প্রয়োজন,সে ঘর আমার নেই।।