রূপাঞ্জনা,
একাকিত্ব গিলে খায়
অমাবস্যা যেমন গিয়ে খায় চাঁদকে
সময় বড়ো অফুরন্ত
কাটেনা সময়
আনন্দ গানে
খুঁজি পথ
যদিও যে পথের সন্ধান আজও পাইনি!


তুমি অবিনাশী প্রেম আমার
কুষ্ণ হতে আহবান করি প্রেমে
তুমি রাধা আমার বিরহীনি।
ভালোবাসা অজানা
এখানে নিশ্চিত কষ্ট
তবুও স্বপ্ন দেখা
কেন বলি শুণ্যতা
বিরহী হলে বল তুমি
জয়ী নাকি ভালোবাসা।।


তোমার শুণ্যতা অনুভূত হয়
নামে চাঁদ লোকালয়
অনন্ত অঙ্গন পরিপূর্ণ পরিকল্পনা
এ যেন মিথ্যে হয়ে যায়
সময় বড়ো অফুরন্ত রূপ-যৌবন
পুত্রসন্তান
এখানে পরাজিত হবার
কারণ হিসেবের ব্যবসায়ী হলে
জয়ী হোক
সুখময় বাতাস স্পর্শ করা না গেলে
অতল গহবরে থেকে যদি জয়ী হত সমস্তটা বলতে তুমি রূপাঞ্জনা ?