উদাসী মন বিরহী বাতাস, মুখোশপড়া এ সমাজ লোকালয় এখন নিগূঢ় কালো অন্ধকার মুখোশের আড়ালে ওরা ভয়ংকর।
বিপদ দেখলে লুকিয়ে যাওয়া মানুষকে তোমরা আর বল না কেন তারা মানুষ হতে পারে কি?
সময় বড়ো বেসুরো তাই সাবধানী চোখ খুঁজে শান্ত প্রকৃতি।
অসময়ের বন্যার স্রোতে ভেসে গেলে কোলের সন্তান হয়ে সলিল সমাধি,
কাঁদে মা চেয়ে আকশের দিকে...
প্রকৃতি ভয়ংকর হলে আতংকিত মানুষ তবে কি বিপদ আসন্ন?
অথচ প্রকৃতির নিয়মে আমরা হই যুদ্ধবাজ
কখনো কখনো মনে হয় এযুদ্ধের শেষ নেই
প্রাকৃতিক যুদ্ধ কি স্থায়ী হয়?