মাঝেমাঝে মনে হয় চলে যাই লোকালয় থেকে অনেক দূরে, থাকবেনা কোলাহল, বায়ুদূষণ শব্দদূষণ, থাকবে প্রাণের স্পন্দন প্রান্তিক মানুষ যারা প্রতিমুহূর্তে আমাদের স্বপ্ন নির্মাণ করে দেশকে বড়ো ভালোবেসে।
স্বপ্নগুলো সত্যি করে আপন আলোয়, সেরকম জায়গায় ফিরে যেতে চাই স্বপ্নের সারথি হতে, কবিতার মতো উচ্চারিত হয়ে মানবতার সংগ্রামে নিয়োজিত হয়ে জয় করি পরম সত্যকে; সেরকম জায়গায় খুঁজে নিতে পথ চলি জীবন জয়ের গানে সাম্যের চির আনন্দে।
প্রান্তিক মানুষ প্রান্তিক কৃষক-কৃষানীর সাথে কাটাবো সময় ফসল ফলিয়ে মাঠে, অরণ্য ঘিরে একটা আবাস হবে সুখ ছুঁয়ে সুখ উপভোগ করবো, যে জনপথ মিথ্যা দিয়ে ঘিরে থাকে সেখানে আর ফিরে আসবোনা।
চলে যাবো অসাধারণ হতে চাওয়া মানুষরূপীদের কাছে থেকে অনেক দূরে সত্যিই এবং ন্যায়ের পথে সংগ্রামে, যে আলো ছড়িয়ে সাধারণ মানুষ হতে হয় তা নতুন করে শিখতে।।