গান গেয়ে এসেছিলে বলেছিলে সাম্যের চির আনন্দে আসবে সুখ এবং সুখময় জীবন, এখনো স্বপ্ন দেখি দিনবদলের প্রান্তিক মানুষের মুক্তির, সাম্যের গানে জেগে উঠে সেইসব মানুষ যারা আমাদের জুগিয়ে যায় খাদ্য ফলায় ফসল নিদারুণ সব কষ্ট ভুলে।


মুক্তির চেতনায় মানুষ জেগে উঠে গান গায় দিনবদলের, সেই সব মানুষ যারা সংগ্রাম করে আমাদের লালিত স্বপ্নের, মুক্তির জন্য চাই সংগ্রাম আর সংগ্রামই সত্যের আলো দেখায়।


সাম্যের গানে আজ নেমেছে পথে মানুষ, মুক্তির চির আনন্দে সুরে আনে প্রাণ জয় হবে এই সংগ্রামে, যে স্বপ্ন দেখেছিল প্রান্তিক মানুষ অবিনাশী মানব প্রেমে জয়ী হতে আর সাম্যই সুন্দর সংগ্রামই মুক্তি।