অদৃশ্য নিয়তিকে সত্যি মেনে ভাগ্যকে
বানিয়েছি বিধাতা, মুঠোয় বন্ধী ভাগ্য ভাগ্য
খেলা সবই মানি কিন্তু সেইযে অদৃশ্য নিয়তি;
রাত আর দিনের খেলায় পরাজয়ের ভয়
ওইযে অদৃশ্য।
ভাত খেতে পয়সা লাগে নিশ্চয়ই দেবে অদৃশ্য,
চুপচাপ থাকি বাজার সদাই আনাজপাতি
চিন্তা বাড়ালেও এখানেও সেই অদৃশ্য!
মেনে নাও দাও নেবো সব ষোলআনা।
_______
সম্পাদনা
লালমনিরহাট।
২৯.০৬.২০২৫