আমি সব মেনে নিয়েছি নীলাঞ্জনা
সব দোষ আমারই সব ভুলও আমারই;
অভিযোগ অনুযোগ যাই করোনা কেন অপরাধী শুধুই আমি!
যে স্বপ্ন দেখে স্বপ্নিল স্বপ্ন এঁকেছি আমরা দুজন তার জন্য আর কোন অভিযোগ নেই সবইতো আমার ভুল সব ইচ্ছাটাও হয়তো ছিল আমারই।


ভালোবাসা সে যে অবিনাশী পাওয়া স্বপ্নের মধ্যেই অন্তনিহিত থাকে প্রেম প্রেমতো চিরন্তন সত্যি তবে দোষ যখন আমারই তবে নিশ্চয়ই দোষী আমি তোমার কাছে তোমার স্বজনদের কাছে, তবে আমি কিন্তু ক্ষমা চাইবোনা! অবিনাশী প্রেমে কি ক্ষমার প্রশ্ন আসে? যদিও প্রশ্নের জন্ম হয় প্রতিনিয়ত কিন্তু জানা নেই তোমার এবং আমার।


নীলাঞ্জনা আমিতো অপেক্ষায় থেকেছি পূর্ণিমার জ্যোৎস্নাময় রাতে অবগাহন করেছি জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয়, সবই যে তোমার জন্য অপেক্ষাও যে তোমারই জন্য; তবে কি এমন অমাবস্যা এসে ঢেলে দিল সমস্ত আকাশ গিলে খেলো জ্যোৎস্নাময় চাঁদ।


স্বপ্ন ভেঙ্গে গেলে পরাজিত হয় ভালোবাসা
নীলাঞ্জনা তবে কি আমাদের স্বপ্নগুলো ভেঙ্গে গেলো আর এর জন্যও আমি কি তবে অপরাধী কিংবা দায়ী? ছোট ছোট স্বপ্নগুলো সাজিয়ে মিলিত হয়েছি প্রগাঢ় স্বপ্নে তবে কেন প্রশ্নের জন্ম হল? আর সেই প্রশ্নের উত্তর বা এখন কোথায়।