আর কতো লোক দেখানো কাজ করবেন! আপনারা পারেনও বটে কি সুন্দর ভেলকি দেখাচ্ছেন আর ভাবছেন লোকেতো দারুণ খাচ্ছে তাইনা?
আপনার আসলেই বোকা এক্কেবারে হাদারাম, মানুষ ঠিকই বুঝে আপনাদের তবে মুখে হয়তো কিছু বলেনা তাই ভাবছেনতো।


একবার ভাবুনতো নিজেকে নিয়ে কোথায় নিয়ে এসেছেন নিজেদের আপনারা?
নিজে কালো চশমা পড়ে ভাবছেন আপনাকে কেউ দেখছেনা তাইতো!
ঠিক যেন কাক সেজে এভাবেই ভাবছেনতো,  কিন্তু কাক কিন্তু কাকই।


সাধারণ মানুষকে বোকা ভাবার কোন কারণ নেই,
প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়ে ছিল এতোকাল জীবন যুদ্ধে এরা কিন্তু পরাজয় মানেনি, তবুও এগিয়ে নিয়ে যায় তাদের জীবন, জীবন সংগ্রামে।


যদি ভেবে থাকেন কাক মৈয়ূর সাজলে মৈয়ূর হয়ে যায় সেটি কিন্তু মস্তবড় ভুল কাক কাকই আর মৈয়ূর মৈয়ূরই; নিজেদের শুধরানোর সময় কিন্তু আসছে, একটু ভেবে দেখুন সেই সময় আর বেশিদূর নয়।