শিহরণ জাগা সেই রাত ইলোরামাখা স্বপ্ন নিয়ে একটাইতো স্বপ্ন দেখেছিলো যে স্বপ্নের পথে এগিয়ে যায় একজন কবি যে তোমার জয়গানে জয় করতে তোমাকে ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা জাগিয়ে প্রেম পূজারি হতে।


সেই স্বপ্ন এবং স্বপ্নময়ী মানুষ হতে চেয়েছিলো বিপ্লব সাম্যের গানে কবিও স্বপ্নের সারথি হতে চেয়ে মানুষ এবং অবিনাশী কবিতা প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়নি কবি।


মানুষ স্বপ্ন দেখে নিদারুণ সব কষ্ট ভুলে জয় করে চিরনতুন গান প্রান্তিক মানুষ যারা নিজের শ্রম আর পরিশ্রম করে এগিয়ে যায় জীবন জয়ের গানে।