এসেছিলে আবার চলেও যাচ্ছো, যদি চলেই যাবে তবে কেন ফিরে এসেছিলে?
জানি প্রশ্নের জন্ম হবে কিন্তু উত্তর কোথায় সেতো জানা নেই।


এভাবেই চলে গেলে বেড়ে যায় বিরহ জয়ী হয় বিরহী কাজরি,
রাতজাগা পাখি হতে চাইনি, চাইনি বিরহী কোকিল হতে, না এভাবে চলে যাওয়া মেনে নিতে পারনি।


তুমি এসেছিলে বলে ভালোবাসা জেগে উঠেছিল মনে মিশে ছিল মনের মাধুরী, অনিন্দ্য আয়োজনে সেজেছিল মন  ভালোবাসায় গেঁথে ছিল মালা অনিন্দ্যসুন্দরে।