চলে যাব বলে আসিনি ফিরে
সেই চিরচেনা পথে
যে পথে অপেক্ষায় থাকে সৃজন,
আপজন, প্রান্তিক মানুষ, শ্রমজীবী আর প্রান্তিক কৃষক।
চলে যাব বলে ফিরে আসিনি!
এই গ্রামের মেঠোপথ ধরে
কাদামাটি লুকায়িত গন্ধে
ফিরে পাই মায়ের মুখ পিতার স্নেহমাখা হাসি।
প্রগাঢ়ভাবে উপলব্ধি করি প্রিয়তম পিতা যে নিজ হাতে লাগিছেন গাছ, ফসল, পুকুরে চাষ করেছিলেন
আমাদের প্রিয় মাছ।
মায়ের ভালোবাসা উপলদ্ধি করি পরম মমতায় স্নেহভরে পাশে বসে জীবনসংগ্রামের গল্প শুনে
নিজেকে খুঁজে পাওয়া আত্মপরিচয়।


Loving self identity
- pk Bikrom
I'm not going to leave
That way
The way in which the creativity is waiting,
Peasants, marginal people, laborers and marginal farmers.
I did not come back!
Take the milk back of this village
The clay hidden smell
Return to the mother's face Father's affectionate smile.
Deeply grateful to the beloved father who has planted trees, crops and ponds on his own.
Our favorite fish.
I understand the love of my mother, by lovingly lovingly, by listening to the life story of my life
Find yourself self-introduction