এক.
অগ্নি তৃষ্ণা বয়ে চলে রক্তে
শরীরে শরীরে ভালোবাসার গন্ধ
কাছে এলে যেন ঝরে শ্রাবণধারা
তৃষ্ণা মেটে তা শুধুই
তোমার স্পর্শে
কামনা শেষ হয়
সমস্ত চাওয়া পাওয়ার।


দুই.
কবিতা এখন বিপ্লবী হয়ে যায় সুনন্দিতা
বিপ্লবী হয়ে এনে দিবে প্রান্তিক জংগোষ্ঠিকে সোনালি সূর্য
রাজপথে কখনো হয়ে যায় মিছিল
প্রকম্পিত করে আকাশ বাতাস
কবিতা এখন বিপ্লবী শানিত শ্লোগানে
শান্তির গানে পৃথিবীময়
কবিতা এখন বিপ্লব করে সাম্প্রতিকতার বিরুদ্ধে
কবিতা শিশির হয়ে ঝড়ে প্রশান্তি বাতায়নে।