পুড়ে যায় মন
পুড়ে শরীর
লগ্নতা গিলে খায় মস্তক,
এখানে অতীত সুখ
প্রতিনিয়ত জড়িয়ে ধরে দুঃখ।


শান্তি খুঁজে প্রেমিক তবুও সুখময় প্রেম
এখানে জ্বলে উঠে চাঁদ,
মানুষ রূপি হন্তারক সেজে লুট করে ভোরের স্বপ্ন।


অনন্ত পথ এখানেও একা সময়
ঘুণেধরা সমাজ
বাস্তবতা বঞ্চিত দিনবদল,
সব পুড়ে শেষ হলে তখন আর কিছু থাকে কি?
কঙ্কাল দেহ আর যাই হোক না কেন পরিবর্তন সেখানে শুণ্য।