কতই না প্রশ্নের জন্ম হয় প্রতিনিয়ত অথচ উত্তর খুঁজে পাইনা, প্রশ্নের জন্ম হলে উত্তর যে জানা নেই তাহলে কি করে মেলাবো উত্তর! এতো যে প্রশ্ন জন্ম উত্তরও থাকা উচিৎ।


নতুন শব্দ মিলিয়ে লিখতে গিয়ে দেখছি এখন আর নতুন শব্দ খুঁজে পাইনা, কিন্তু আমার যে নতুন শব্দ চাই না হলে লিখবো কেমন করে! শব্দরা তবে কি আমার সাথে লুকোচুরি খেলে যে খেলা একসময় তুমিও খেলতে।


যে রঙ ছিল মনের ভেতর এখন আর তা নেই, কতশত রঙ মেখে লিখে যেতাম তোমারই জয়গান! মনের মাধুরী মিশিয়ে প্রেমময় অনুভূতিতে লিখে ফেলতাম কাব্য অথচ এখন রঙ গুলো  ফেকাসে ধুসর।