শব্দরা লুকিয়ে যায়
কেঁদে উঠে প্রেমিকা শেষরাতে, কবি খুঁজে নেয় কবিতা, এখানে শব্দরা খুঁজে পায় প্রেম যদিও শব্দরা লুকিয়ে।


কবি খুঁজে পায় শব্দ কবিতা যে তার নীলাঞ্জনা, যদিও রাতের রাতজাগা পাখি এখনো উদাসী আসলে বিরহী বাতাস সে যে কষ্টের।


কবি ও কবিতার মিলিত স্পর্শ যে প্রেম সৃষ্টিসুখ অনুভূত হয় তবে ভয় হয় শব্দরা যে লুকিয়ে যায় তবুও কবি খুঁজে ভালবেসে নিদারুণ কষ্টকে জয় করে তার নীলাঞ্জনা।