গাঁয়ে মানেনা আপনি মোড়ল
তেমনি তিনি কবি,
নামের আগে তকমা সেঁটে-
উঠলো জ্বলে রবি!


রবি মানে রবীন্দ্রনাথ-
মুখে লম্বা দাড়ি!
পেটটা চলে আগে আগে
মস্ত জ্ঞানের হাঁড়ি।


হাঁড়ি দেখেই হাঁড়িচাঁছা-
পুচ্ছ নাচায় জোরে-
আবার বুঝি জমবে আসর
নতুন কোন শোরে!


শোরের ভিতর চোরের বাসা
পরলো যখন ধরা,
উল্টে গেলো কবির ছবি
যা ছিলো মনগড়া।