(জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা)


তোমাকে হত্যা করে ওরা জয় করতে নয় পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল;
আমাদের বুকের ভেতরে যে কৃষ্ণপক্ষ বসিয়ে দিয়ে
ওরা কাল অন্ধকারে নিমজ্জিত করতে
এই দেশ,
এই জনপথ,
এই বাংলা এবং চিরদুখি বাঙলা মায়ের প্রতি অশ্রদ্ধা করতে।


ওরা মূর্খ পিতাকে হত্যা করলেই ভেবেছিল সব শেষ হবে পিছিয়ে যাবে মা মাটি দেশ
এই মাটিতে বেড়ে উঠা মায়ের সন্তান!
সবাইকেই যদি দাবিয়ে রাখা যেত হত্যার মত জঘন্য অপরাধের ক্ষমা হয় কি করে?


মুক্ত করে দেশ
মুক্ত মা আর মাটি
পিতার মত বছরের পর বছর নিজের আত্মত্যাগ অব্যাহত সংগ্রাম সব কি শেষ হতে পারে?


শোক নয় এসো পিতার হত্যার কলংক মুছি
মুছে দেই সকল অনাচার
মানুষ বাঁচলে বাঁচে মানুষ
মানুষকে দাবিয়ে রাখা
যায় কি কখনো
আর তাদের হাজার বছরের আত্মজ সংগ্রাম।।



কালীতলা শিববাটি,
বগুড়া
১৪.০৮.২০২০