আমি আছি সেই আগের মতোই যা প্রথম দেখায় দেখেছিলে তুমি, সবাই বদলে গেলেও শুধু আমি বদলে যাইনি, আছি আগের মতো যেভাবে তুমি রেখেছিলে আছি সেরকম।


সময় বদলে গেলো বদলে চারপাশ আমি আছি পরিবর্তনহীন,  নিজেকে বদলিয়ে কি সব বদলে দেয়া যায়!
অনন্ত অপেক্ষা স্বপ্ন দেখা সেও তোমার জন্য, আছি আগের মতো যা প্রথম দেখায় দেখেছিলে তুমি।


জীবনের প্রথম দেখায় তুমিই ছিলে প্রথম প্রেম, সবকিছু ফুরিয়ে গেলেও আছো তুমি আগের মতোই অনিন্দ্যসুন্দরে, আমি আছি আগের মতো আর তুমিও রয়েছো ঠিক আগের অবস্থানে।


সবাই বদলে গেলে কি করে চলবে, পরিবর্তন যদি হয় মঙ্গলময় তাতে আপত্তি নেই কিন্তু এভাবে বদলে যাওয়াকে সত্যিই কি পরিবর্তিত হয় সমাজ দেশ? আমি যেরকম সেরকম থাকতে চাই যা প্রথম দেখায় দেখেছিলে তুমি।


সবকিছু পরিবর্তিত হয় হোক শুধু আমরা দুজন যেন বদলিয়ে না যাই হোক সেটি সমাজে কিংবা দেশে, হ্যাঁ পরিবর্তন মেনে নেবো যদি হয় মঙ্গলময় তাতে ক্ষতি নেই নিশ্চয়ই,
বদলাবেনা তুমি বদলাবোনা আমি
শুধু আমাদের জন্য।