শেষ রাতে এসে ঘুম ভাঙ্গালে
আমি বের হই পথে
হেটে যাই অবিরত
একা
তখনো ভোরের আলো ফোটেনি
অন্ধকার যদিও
একটা অসাধারণ মুহুর্ত  আমাকে ক্রমশ ঘিরে রাখে
সে যে দারুন অনুভূতি।
সুদক্ষিণা আসে শেষ রাতে ঘুম ভাঙাতে!
কিন্তু সেকি শুধুই স্বপ্নে আসে ?
স্বপ্নে চলে যায়।