তোর জন্য ভীষণ কষ্ট হয় নীলাঞ্জনা আর সেই কষ্টের আগুনে নিজেই জ্বলে পুড়ে যেন শেষ হয়ে যাই; পরাধীন তুমি স্বাধীনতা বলতে তোর কিছুই নেই; এভাবেও যে জীবন যাপন করা যায় সেটি ভাবতেই বুকের ভেতর কষ্ট অনুভব করি।


নীলাঞ্জনা যে পরাধীনতার শিকলে বাঁধা তুই মনে হয় এক্ষণি ছিঁড়ে তোকে মুক্ত করি, তুই কেন যে সব মেনে নিস এটা বুঝতেই পারিনা! জীবন জয়ের গান তুই কবে গেয়ে উঠবি আমি কিন্তু সেইদিনের প্রতিক্ষায়, নিজের চাওয়াগুলো কি অপরাধ কিংবা নিজের স্বাধীনতা উপভোগ করতে চাওয়া তবে কি পাপ।


তুই কবে শুভমুহুর্ত উপভোগ করবি নীলাঞ্জনা আমি যে সেই শুভমুহুর্তের সারথি হতে তোকে জয় করতে চেয়েছিলাম; নিজেকে আবিষ্কার করতে হয় আর সেটা আত্ম উপলব্ধি করে দেখ আমার বিশ্বাস তুই পারবি তোকে যে পারতেই হবে।