বসন্ত শুরু হলে
হৃদয়ে মেখেছিলাম অনন্ত বিশ্বাস
একদিন আমারই ঘরে হবে
হবে সংসার,
বসন্ত বাতাস গায়ে লাগিয়ে হব
জীবনসংসারি কিন্তু-
শ্রাবণ এসে ভিজিয়ে দিলো
নিশাচরী রাতগুলো করে কঠিন।


অপেক্ষা কোন দুঃস্বপ্ন নয়
অপেক্ষা প্রগাঢ় স্বপ্ন স্বপ্নিল দিন
একমুঠো রোদ
সোনালী বিকেল,
গাছেচড়া চড়া দুটি শালিক
পাখা মেলে জড়িয়ে ভালোবাসা
খুব কাছে
সব চাওয়া পূরণ হবে
স্বপ্ন দেখেছিল যৌবনবতী মন
এখন অন্তঃসার।


দেয়াল একটিমাত্র
সীমানা যার সীমাহীন
দূরত্ব এখন জয়ী।


সন্তান এসে মায়ার বাঁধন জড়িয়ে
রেখে দিলো
কিন্তু দূরত্ব এখানে একটিমাত্র দেয়াল।