সব ভুলে কি থাকা যায়? তুমি কি পেরেছো ভুলে যেতে? কিন্তু আমিতো পারিনি কোন কিছুই ভুলে যেতে, বলতে পারো নিজেকে বদলাতে পারিনি রয়েছি আগের মতো।


তুমি বদলে যেতে চাও বদলে যাও;
সবাই বদলে গেলে চলবে কি করে! ভুলে গেলে যদি তুমি ভালো থাকো তবে তাই করো আমি না না হয় স্মৃতি নিয়ে বেঁচে থাকবো বয়ে বেড়াবো তোমার স্মৃতি।


ভালোবাসা কি সত্যিই ভুলা যায়? জানি প্রশ্নের জন্ম হবে কিন্তু উত্তর তুমি দেবেনা; কবেকার সেই কথা কতগুলো বছর আগের সেই সময় এখনো আমার কাছে মনে হয় এই সেইতো দিন, সেই তোমার হাসিমাখা মুখ দুষ্টুমি চাউনি আছে মনে আগের মতোই।


না আমি সব ভুলতে চাইনা থাকুক না সব আগের মতো, প্রেমিক বেশে তোমার জয়গানে নিয়োজিত রইবো ঠিক আগের মতোই যা প্রথম দেখায় দেখেছিলে তুমি; ভুলে যাও তুমি বদলে যাও আমি আছি থাকবো আগের মতোই শুধু তোমার প্রেমিক বেশে।