যে পথে তুমিও এসেছিলে
আগত প্রজন্মের জন্য
তাকে আজ ঘিরে রাখে মৃত প্রেতাত্মা
যারা অমাবস্যাতিথি বানিয়ে দেয়
কালরাত,
পচে গলে হয় তার নিঃশেষ
মানুষ মরে গেলে
হয় সব নিঃশেষ।


অগ্নিতাপ কিংবা মাটি
খেয়ে ফেলে দেহ
জন্ম হয় পোকার
খেয়ে ফেলে আপন চিত্তরস
শকুনি উড়ে যায় দেখে
বিচলিত আপন
চিরস্বজন
আঁতকে উঠে
করে চিৎকার
বলে উঠে
গেল গেল
সব শেষ হয়ে গেল
রইলো না কিছুই বাকি
সব হল শেষ।