বন্ধ হলে শেষ দরজাটা আর আলো আসবেনা
ভেবেছো তাইনা তোমার!
সব আলো কি আটকানো যায়?
ভুল ভাবছো তোমরা বড়ো বেশি ভুল।
প্রান্তিক মানুষ গুলোর সাথে অভিনয় করলে সেটাও বুঝতে পারেনি ভেবেছো তাইনা;
প্রান্তিক কোন গাঁয়ে সন্ধ্যার বর্ণিল রঙ সেতো মানুষের শরীরে সঞ্চারিত রক্তেরচাপ দেহের রঙের ছোঁয়া মিশে গেছে।
যারা নিদারুণ কষ্ট মেনে নিয়ে সোনার ফসল উৎপাদন করে তাদের চাষা বলে গালি দাও
প্রতিনিয়ত ঠকিয়ে চল তোমরা।
ও বাবুরা ও সাহেবরা
মেমসাহেব গো সোনা গায়ে পরাও সেই টাকাও এই প্রান্তিক মানুষ গুলোর টাকায়;
আর কতটা ছোট হবে শহরের বাবুরা
মাথা কিনে নিতে চাও
মানুষ বিপ্লবী হলে পালাবে কোথায়?
ভাগ্যের চাকা একদিন আমরাই ঘুড়ামু দেখে নিও।
দরজা বন্ধ হলেই আলো আসবেনা এটা ভেবে নিও না কিন্তু
আলো আসবেই
তাকে যে আসতেই হবে।
কি অসাধারণ মানুষ রুপী তোমরা
যারা জীবনের শুভমুহুর্ত উপভোগের নামে অন্ধকারে আমাদের ধাবিত কর
সত্যিই অসাধারণ তোমরা।
আলো আসবে
আসবেই আলো
যতই অন্ধকার হউক
মানুষ জেগে উঠবে
প্রান্তিক মানুষ
বিপ্লবী মানুষ
আলো আসছে
তোমরা তৈরি থেকো
জেগে উঠছে মানুষ
তার মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে।