থমকে যাইনি,
হইনি হতাশ!
সবইতো দিয়েছো বন্ধ করে,
এখানে আমি একা
না কেউ পাশে আছে বলে
দেখিওনি।


থমকে গেলে চলবে কি করে
তাইতো হেটে যাই এই পথ
এই রাস্তা
একা বলে নিজেকে ভাবছি
না,
সবাই আছে সবার মত করে
শুধু আমিই একা কিন্তু তবুও
থমকে যাইনি।


হতাশ নই নিজেকে আবিষ্কার
করি নিজের মত করে
তুমিতো কখনোই পাশে
ছিলেনা
মিথ্যে বলেছো এতদিন
এটা ভেবে হতাশা গ্রাস
করেনি,
এই আমি এই আমার পথ
তাইতো চলছি অবিরাম।