যত ভয় ছিল তোমায় নিয়ে
আজ ঠিকই বুঝতে পাচ্ছি সত্যিই
বদলে গেছো তুমি
যদিও প্রশ্ন করেনি কোনদিন
কতখানি ভালবাসতে আমাকে?
বদলে যাওয়ার নাম কী ভালোবাসা
ভেবেছ উত্তর চাইবো
অস্তিত্বে সাথে মিশে থাকতে তুমি।
চাইলে তুমি-
জীবন বাজি রেখে এনে দিতে পারতাম
হিমালয়ে থাকা বরফ গলিত জল
শাহজাহানের প্রেম চিহ্ন-
প্রেমের তাজমহল।
সবাই কি বদলে যায়? নাকি শুধুই তুমি বদলে গেছ!
যে প্রথম স্বপ্ন আমায় দেখিয়ে ছিলে সেটা কী শুধু ভালোবাসার ছলনায়?
দুঃস্বপ্নের রাত যত গভীর হয়
তোমাকে নিয়ে ভাবনার অলিগলি বিস্তৃত হতে থাকে।
পূর্ণিমায় নির্লিপ্ত, ঘোলা চোখ,
দু'আঙ্গুলের সান্নিধ্যে প্রিয় তামাকের কাঠি!
এখন সঙ্গী শুধু আমার।