সময় ভালো হলে-
আমি না হয় কবি হবো, লিখবো অবিনাশী কবিতা তোমাকে নিয়ে, ভালোবাসায় ভরিয়ে এনে দিবো, একমুঠো রোদ্দুর রাঙিয়ে উষ্ণ আলিঙ্গন।  


সময় ভালো হলে-
তোমার জন্য এনে দেবো জ্যোৎস্নামাখা রাত ভিজবো দুজন জ্যোৎস্নার প্লাবনে, শুভমুহুর্ত উপভোগে কাটাবো সময়, নিদারুণ কষ্ট ভুলে।


সময় ভালো হলে-
খুঁজে নেবো সুখ, সুখ ছুঁয়ে মিলিয়ে নেবো দুজন, কতটা সুখ ছুঁয়ে সুখী হওয়া যায়
জাগিয়ে বিশ্বাস যেখান লুকায়িত ভালোবাসা, অবিনাশী কবিতার মতো।  


সময় ভালো হলে-
জয় করবো সমস্ত সবুজ মাঠ পেরিয়ে এনে দেবো সবুজ রঙ সবুজময় হবে প্রেম যেখানে মিশে রবে ভালোবাসা, উপলব্ধি হবে প্রগাঢ়তা সুখ কিংবা দুখে।


সময় ভালো হলে-
ছোট ছোট স্বপ্নগুলো জুড়ে আমরাও সাজাবো স্বপ্ন যেখানে মিলিত হবে প্রেম স্বপ্নিল পথে ধাবিত আমরা দুজন, নিশ্চয়ই আসবে সেই সময় আমরা যে সময় ভালো হওয়ার অপেক্ষায়।