যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের যোগায় খাদ্য কিংবা রোদ বৃষ্টি ঝড়ে পুড়ে ফলায় ফসল কখনো কি তাদের সুখ দুঃখে সঙ্গী হয়েছেন?
তা করবেন কেন! আপনারাতো শুধু নিজেদের কথা ভাবেন, আছেনতো মহাসুখে তাদের নিয়ে ভাববার সময় কই আপনাদের।
একটু চিন্তা করে দেখেছেন কখনো সেই সমস্ত মানুষগুলো কেমন করে বেঁচে আছে।


দুঃখকে চিরসাথী করে মুখে একরাশ হাসি নিয়ে যোগায় আমাদের সমস্ত, আপনারা তাঁদের নিয়ে ভাববেন কেন
খাচ্ছেন ধাচ্ছেন আরাম আয়েশে আর প্রতিমুহূর্তে বিক্রি করছেন সেই সমস্ত মানুষগুলোর স্বপ্ন! কিন্তু বিশ্বাস করুন আপনাদের দেখে সেই সমস্ত মানুষগুলোর বড়ই করুণা হয় উনারা হাসেন চুপ করে দেখেন সব।


একদিন সেই মানুষগুলোর নিশ্চয়ই আসবে দিন তারাও প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে তখন কোথায় পালাবেন আপনারা ভেবে দেখেছেন কি?
সময় যদি অভিমানী হয় তখন পালাবার পথ পাবেন কি?
যদি সেই মানুষগুলো প্রতিবাদ করে! এরাই কিন্তু সমাজের বড় অংশ এই সমাজের বড় অংশীদার, সমস্ত কাজ তারাই করে আর আপনরা খাচ্ছেন ধাচ্ছেন তাঁদেরই শোষণ করছেন, একটু ভেবে দেখুন সময় চলে গেলে তখন কি করবেন।