নীলাঞ্জনা
ভুল করে ভালোবাসার ট্রেনে উঠিনি আমরা আর ভালোবাসার ট্রেন কখনো মিথ্যে হয় নাকি! ভালোবাসা যে অবিনাশী এখানে ভুল বলে কিছু নেই আছে প্রগাঢ় বিশ্বাস দুজনের অবিরাম স্বপ্ন যেখানে মিশে থাকে অনন্ত পথ আর সেই পথের শেষ প্রান্তে পৌঁছানো জন্যই আমরা ভালোবাসার ট্রেনের যাত্রী হয়েছি।


নীলাঞ্জনা
সময় এবং জীবন এই নিয়ে আমরা প্রবাহিত যেমন নদী প্রবাহিত হয় সমুদ্রের জন্য আমরা দুজন সময়ের আবদ্ধে বাধা দুটি প্রাণ আর তুমি কেন বারবার বলো ভুল সময় আর ভুল ট্রেনের যাত্রী ভালোবাসা ভুল নয় এটা যে চিরন্তন এবং অবিনাশী শ্বাশত সুন্দর এখানে যে ভুল বলে কিছুই নেই।


নীলাঞ্জনা
অনিন্দ্যসুন্দরে আসে প্রেম স্বপ্ন সুখের যাত্রী হতে তাই নয় ভুল সময় নয় ভুল ট্রেন এযে ভালোবাসার তাতে ভুল থাকে কি করে? ভালোবাসার কাছে পরাজিত হলেই যে জয়ী হয় ভালোবাসা আর আমরা জেনে শুনেই এই সময় এবং এই ট্রেনের যাত্রী, আমাদের গন্তব্য অনন্ত পথ যার শেষপ্রান্তে পৌঁছে দেবে।